আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই,আপনাদের দূয়াতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আমি এই প্লাটফর্মে সকলের সাথে আমার লেখা ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে আমার যাত্রা শুরু করতে যাচ্ছি।
৷ আমার মাতৃভূমি ৷
আমার নাম মুহাম্মাদ আব্দুল্লাহ। আমি এক জন বাংলাদেশি নাগরিক। আমি থাকি ঢাকায়।
জেলা:- সিরাজগঞ্জ,থানা :-কাজীপুর, বিভাগ:- রাজশাহী,রাজধানী :-ঢাকা।
৷ আমার বাসস্থান ৷
আমি ছোট বেলা থেকেই ঢাকাতে থাকি, আমি জন্ম হয়েছি সিরাজগঞ্জ, ওই খানে আমি ছিলাম জন্ম হওয়ার পরে এক মাসের মতো, পরে ওই খান থেকে আমরা ঢাকায় এসে পড়ি,আমি ঢাকায় ১৯বসর ধরে আছি,প্রতিবছর আমরা সিরাজগঞ্জে একবার করে জাওয়া হয়, তাও কুরবানি ঈদের কিছু দিন আগে জাই,আমার ঈদের ৪ অথবা ৫ দিন পরে ঢাকায় চলে আসি।
৷ আমার লেখাপড়া ৷
আমি ছোট বেলায় স্কুলে ক্লাস 3 পর্যন্ত পরেছি, পরে আমি মাদ্রাসায় ভর্তি হলাম, আমি এখন পায় ৮বছর ধরে মাদ্রাসায় পড়াশোনা করতেছি,তার পাশাপাশি আলিয়া ও পড়ি,আমি ঢাকায় পড়া লেখা করি, এক বছর শুধু ঢাকার বাহিরে পড়াশোনা করেছিলাম,এখন আমি পড়াশোনা করছে কিতাব বিভাগে, আমার মাদ্রাসার নাম দারুস সুন্নাহ, মাদ্রাসাটি ঢাকা বসুন্ধরার মধ্যে।
৷ আমার শখ বা ভালো লাগা ৷
আমার কাছে খেলাধুলার মধ্যে সবচেয়ে ভালো লাগে বেশি ক্রিকেট, অন্যান্য খেলাখেলি কিন্তু একটু বেশি খেলি ক্রিকেট, ফুটবল কোন সময় খেলিনাই কিন্তু এই বছর খেলা হয়েছে একটু বেশি,এখন শীতের সময় তাই ব্যাডমিন্টন খেলা হয়,ব্যাডমিন্টন মোটা মোটামুটি ভালো খেলি তাই এটাও একটু বেশি ভালো লাগে।
খাওয়া-দাওয়া আমার কাছে অনেক প্রিয়,খাবারের মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে চকলেট, একটু বেশে ডেইরি মিল্ক চকলেট খাওয়া হয়, এই ছাড়াও অন্যান চকলেট খাওয়া হয়,
আরা আমার একটু বেশি ঘুমাইতে ও ভালো লাগে, আমার একটু বেশি বেশি ঘুম।
যদি বাসায় থাকার অবস্থায় রাত ৯টার সময় ঘুমাই , সকালে ফজরের নামাজের পর একটু পড়াশোনা কেরে ঘুমাই তাহলে দুপুর ১০টা বা ১১টার আগে আমার ঘুম ভাঙ্গে না, মাদ্রাসায় থাকার অবস্থায় আবার এত ঘুম হয় না।
Device | Name |
---|---|
Android | Xiaomi Redmi Note 10 |
Camera | 48Mp PDAF camera |
Location | Dhaka, Bangladesh 🇧🇩 |
Short by | @rjabdullah |